জয়পুরহাটের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শামীম আহম্মেদ মোহনের ইন্তেকাল

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

আবু রায়হান, জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও স্বাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আহম্মেদ মোহন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি………. রাজেউন)।

তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়েবেটিস রোগ সহ নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

২৩ জুন মঙ্গলবার ভোরে পাঁচবিবির পৌর শহরে তার নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর।

মৃত্যর আগে তিনি দৈনিক বাংলাদেশ সময় ও দৈনিক মানবার্তা পত্রিকায় পাঁচবিবি প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

পাশাপাশি তিনি উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের একজন নিবেদিত কর্মী ছিলেন।

তার বিদ্রোহী আত্তার শান্তি কামনা করে শোক ও শোক সন্ততপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক জ্ঞাপন করেছেন, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক বিপুল কুমার সহ-সম্পাদক গোলাপ হোসেন, জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest