ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
শার্শা(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ২৫ লাখ টাকার ভারতীয় ৫৫১ বোতল ঔষধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মালিক বিহীন একটি ব্যাগ তল্লাশি করে ভারতীয় উন্নত মানের ঔষধের এ চালানটি উদ্ধার করা হয়।
৪৯, বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, বিজিবির নিজস্ব গোয়েন্দা এফ আইজি আব্দুল আলীমের সংবাদের ভিত্তিতে মালিক বিহীন ওই ব্যাগটি উদ্ধার করে ভারতীয় উন্নত মানের ঔষধ পাওয়া যায়। যার আনুমানিক মুল্য ২৫ লাখ টাকা। উদ্ধারকৃত ঔষুধের চালানটি বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST