ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী ব্যুরো :
রাজশাহী মহানগরীতে ৪১৮ পিস ইয়াবাসহ সাগর সরকার (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর বাঘা উপজেলার সরের হাট এলাকার মৃত কুদ্দুসের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, এক মাদক মাদক বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল রাজশাহী মহানগর বোয়ালিয়া থানাধীন ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাগর সরকারকে আটক করে। আটকের পর সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST