ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
জানাগেছে, দীর্ঘ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে ফয়জুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। তাই এরই মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পূণর্গঠন কার্যক্রম শুরু হয়েছে। তবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবারের কেন্দ্রীয় ছাত্রদলের আয়োতন বিগ কমিটির থেকে অনেক ছোট হবে। ইতিপূর্বে সাত শতাধিক সদস্য’র এই কমিটি নিয়ে আসা হচ্ছে ১৭১ সদস্য’র মধ্যে। যে কারনে ঢাকার বাইরে বিভাগীয় সম্পাদকিয় পদ অধিকাংশ বাতিল হচ্ছে।
বিশেষ করে সহ-সভাপতি এবং যুগ্ম সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পদ থাকছে না। এসব পদ বাদ দিয়ে শুধুমাত্র মুল দলের ফরমেট অনুযায়ী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদ রাখা হচ্ছে। এমন নিয়ম বহাল থাকলে সকল বিভাগ থেকে দু’জন করে ছাত্র নেতা পদ পবেন কেন্দ্রীয় কমিটিতে। এদিকে কেন্দ্রের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক পদ পেতেই লবিং-তবির শুরু করেছেন জেলা ও মহানগরসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার ছাত্রদলের নেতারা। বিশেষ করে হারানো সম্মান ফিরে পেতে জোর লবিং চলছে বরিশাল জেলা ও মহানগরের পদ বঞ্চিত নেতাদের।
বঞ্চিতদের তালিকায় উঠে আসছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনসহ কয়েক জনের নাম। তার সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর আলম মিঠু,বরিশাল জেলা ছাএদলের সিনিয়র সহ সভাপতি তারেক আল ইমরান মহানগরের সভাপতি রেজাউল করিম রনি এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করা সোহেল রাঢ়ী,বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রেজা শারিফ ,সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব।
এদের বাইরে মহানগর ছাত্রদলের পদ বঞ্চিত আরও কয়েকজন নেতা লবিং করছেন কেন্দ্রীয় কমিটির পদের জন্য। তবে এ ক্ষেত্রে তাদের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের পদ পাওয়ার ক্ষেত্রেও বয়স এবং বৈবাহিক অবস্থা তাদের পুনরায় বাঁধা হয়ে দাড়ানোর সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন কেন্দ্রীয় কয়েকটি সূত্র। বরিশাল জেলা এবং মহানগরের বাইরে পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা ছাত্রদলের পদ বঞ্চিতদের পাশাপাশি পদে থাকা নেতারাও চাচ্ছেন কেন্দ্রের পদ। বিশেষ করে পটুয়াখালীর সভাপতি শফিউল বাশার উজ্জল,ভোলা জেলার সভাপতি নূরে আলম, সম্পাদক , বরগুনার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, ঝালকাঠির সভাপতি আরিফুর রহমান খান ও পিরোজপুর জেলা ছাত্রদল সাধারন সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলে নাম শোনা যাচ্ছে লবিং আলোচনায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST