ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী ব্যুরো : রাজশাহীতে চিকিৎসক ও পুলিশ সহ ১ দিনে ৭৯ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে রাজশাহীতে মোট ৯৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৭৯ জনের মধ্যে, চিকিৎসক, পুলিশ সদস্য ও হাসপাতালের সহকারী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন।
৯৯৭ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৭২৬ জন, বাঘা উপজেলায় ২০ জন, চারঘাট উপজেলায় ৩০ জন, পুঠিয়া উপজেলায় ১৪ জন, দুর্গাপুর উপজেলায় ১২ জন, বাগমারা উপজেলায় ৩১ জন, মোহনপুর উপজেলায় ৪২ জন, তানোর উপজেলায় ৩৭ জন, পবা উপজেলায় ৬৭ জন ও গোদাগাড়ী উপজেলায় ১০ জন রয়েছে। এরমধ্যে ৯ জন মারা গেছে ও বাকিরা চিকিৎসাধীন রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST