রংপুরে পুলিশ সুপার পত্রিকার হকারদের মধ্যে বিভিন্ন উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

রংপুরে পুলিশ সুপার পত্রিকার হকারদের মধ্যে বিভিন্ন উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রবিউল ইসলাম রংপুর।
রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটে দেশে চলমান করোনা দুর্যোগে হকারদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এসময় পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, রংপুর মহোদয়,বলেন করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মাঠে থেকে যথাসময়ে সঠিক সংবাদটি মানুষের কাছে পৌঁছে দিয়ে জনসচেতনতার কাজটি করে যাচ্ছে সংবাদপত্র শিল্পে জড়িত কর্মীবাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন পত্রিকার হকাররা।সংবাদপত্রের হকাররা সেই পত্রিকা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তাই এই দুর্দিনে তাঁদের খবর আমাদের রাখতে হবে। রংপুর জেলা পুলিশ সেই প্রক্রিয়া নিয়েই কাজ করে যাচ্ছে।তিনি আরও জানান, দেশে চলমান করোনা দুর্যোগে হকারদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে 100 শত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে রংপুর জেলা পুলিশ। স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা জুড়ে যেসব হকার রয়েছেন তাদের একত্রিত করে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামসহ কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়। রংপুর জেলা পুলিশের পক্ষে এ সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব আনোয়ার হোসেন, রংপুর এবং কমিউনিটি পুলিশিং, রংপুর জেলা সমন্বয় কমিটির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest