কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে এমপি শিবলী সাদিকের শোক।

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে এমপি শিবলী সাদিকের শোক।

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক ।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

টানা ৯ মাস সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে তিনি রাজশাহীতে বসবাস করছিলেন।

এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি। টানা কয়েকমাসের কেমোথেরাপির পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।

এছাড়া এমপি শিবলী সাদিক তার শোক বার্তায় শোকসন্তপ্ত পবিারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest