বিরামপুরে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

বিরামপুরে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

বিরামপুর দিনাজপুর প্রতিনিধি ঃ

দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে নন-এমপিওভুক্ত প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও প্রত্যক্ষ কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ৮৮ জন শিক্ষকের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম রাজু।

চেক প্রদানকালে উপজেলা নিবার্হী অফিসার পরিমল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় করোনার এই মহামারীতে এই প্রণোদনার জন্য নন-এমপিও শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং খুব তাড়াতাড়ি নন-এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার জোর আবেদন জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest