ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
লুৎফর রহমান হিলি(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের কারণে তিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেল ৪ টা সময় উপজেলা পরিষদের হলরুমে নন-এমপিওভুক্ত প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও প্রত্যক কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ৩৭ জন শিক ও ১৭ জন কর্মচারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম,বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ আরও অনেকে।
নন-এমপিও শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এসময় করোনার এই মহামারীতে এই প্রণোদনার জন্য পেয়ে খুব খুশি তাড়াতাড়ি নন-এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার জোর আবেদন জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST