ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফিরোজ হোসাইন
আত্রাই, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এ লক্ষে ২০১৯-২০ অর্থ বছরের চেক বিতরণ করা হয়।
সরকারী নিয়ম অনুযায়ী গরীব এবং অস্বচ্ছল পরিবার দুটি সন্তান পর্যন্ত এ সুবিধা ভোগের অধিকারী হবে।
এবার উপজেলার ৮ ইউনিয়নে ৬৭২ জনকে নয় হাজার ছয়শত করে মোট চোষট্টি লক্ষ একান্ন হাজার দুইশত টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, বৈশিক করোনা ভাইরাস পরিস্থিতির কারনে সামাজিক ও শারীরিক দুরত্ব মেনে এবার ভিন্ন আঙ্গিকে চেক বিতরণ করা হচ্ছে। সরকারের এ সুবিধা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST