ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে স্বপন ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যার পর তার ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত যুবক রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ এলাকার খলিলের ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। মঙ্গলবার সকালে কৃষ্টগঞ্জ এলাকার একটি সাঁকোর নিচে ডোবায় তার মরদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
স্বপনের শরীরে আঘাতের লাল দাগ দেখা যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত রাতের কোন এক সময় স্বপনের মরদেহ ফেলে রাখা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST