পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবুল হোসেন (২৫) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধায় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত বাবুল একই এলাকার মৃত জবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল তার চায়ের দোকান দুপুরে বন্ধ রেখে বাড়ি যায়। পরে বিকেল সাড়ে ৬টার সময় দোকানের ঝাঁপ খোলার সময় আগে থেকে পানি তোলার মোটরের তার লিক হয়ে টিনের সাথে আটকে থাকায় বাবুল ঝাঁপে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টে আটকে যায়। পরে স্থানীয়রা তাকে টিনের সাথে আটকে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে হুমাইরা তাকে মৃত ঘোষণা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest