বন্যা মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী |

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

বন্যা মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী |

আলোকিত সময়.কম |
অনলাইন ডেস্ক |

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জুলাই) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান। এসময় তিনি আরো বলেন, বন্যা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আজ আলোচনা হয়েছে। বন্যা নিয়ে যাতে আমরা সবাই প্রস্তুত থাকি। আমরা আজকে দেখলাম পদ্মার পানি ১৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, উপর থেকে পানি এখন ধীরে ধীরে নিচের দিকে নামছে। মন্ত্রিসভায় অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে, রিলিফ অপারেশন, রেসকিউ অপারেশন এগুলো কীভাবে হচ্ছে, এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। যমুনা ও পদ্মার পানি বাড়ছে আসছে। মেঘনার পানি সুনামগঞ্জ-সিলেটে যেটা ছিল সেটা একটা ফ্ল্যাস ফ্লাডের মতো ছিল ৬-৭ দিন, এখন সেটা নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে প্রস্তুত আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরাও এটা রেগুলার মনিটর করছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে কী নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে খন্দকার আনোয়ারুল বলেন, মানুষের জানমালের যেন কোনো ক্ষতি না হয়, ত্রাণের কোনো ঘাটতি না হয়। মানুষের জীবন-জীবিকা ও খাওয়া-দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয়। টয়লেট, বিশুদ্ধ পানি যেন পর্যাপ্ত থাকে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest