জয়পুরহাটে করোনা আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানের মৃত্যু

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

জয়পুরহাটে করোনা আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানের মৃত্যু

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে মটরযান শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

পুলিশ কনস্টেবল-৬৩ মোঃ আসাদুজ্জামান (বিপি নং-৬৮৮৮০৬৫৭৭৯) নওগাঁ জেলার সদর থানাধীন উকিলপাড়া এলাকার আব্দুল লতিফ সরকারের পুত্র।

তার বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মেরিরহাটের রামকৃষ্ণপুর।

জয়পুরহাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মটরযান শাখায় কর্মরত থাকাকালীন গত ১৫ জুলাই সকাল ০৯.৩০ ঘটিকায় কালাই থানার উদ্দেশ্যে আসামী নেওয়ার জন্য প্রিজন ভ্যান ও সঙ্গীয় কনস্টেবল-৯৪ মোঃ শহিদুল ইসলাম (বিপি-৮৭০৬১৫৮৩৫৯) সহ রওনা করেন।

এ সময়ে ক্ষেতলাল থানাধীন বটতলী বাজার এলাকায় পৌঁছালে কর্তব্যরত অবস্থায় হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয় এবং গুরুতর অসুস্থতা বোধ করলে তার সঙ্গে থাকা কনস্টেবল শহিদুল ইসলাম তাৎক্ষনিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ আরআই পুলিশ লাইন্স জয়পুরহাটকে অবহিত করলে তাৎক্ষণিক তাকে সরকারী এ্যাম্বুলেন্স যোগে জেলা আধুনিক হাসপাতাল জয়পুরহাটে নেওয়া হয়।

হাসপাতালে তার ডায়রিয়াসহ শরীরে আরোও বিভিন্ন জটিলতা দেখা দেয় এবং তিনি পূর্ব থেকেই ডায়বেটিস রোগে ভুগছিলেন।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে দুপুর অনুমানিক ২.৫০ ঘটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি কেবিন-৮২৬/০৩ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৬ জুলাই বিকাল ৪.৩৩ মৃত্যু বরণ করেন।

ঐ দিনই করোনা সন্দেহে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করলে ২০-জুলাই প্রাপ্ত রেজাল্টে তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

পরবর্তিতে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

কনস্টেবল মোঃ আসাদুজ্জামান ১৯৮৮ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব ও কর্তব্য ন্যায়, নিষ্ঠা ও বিনয়ের সহিত পালনপূর্বক বিভিন্ন জেলা/ইউনিটে সুনামের সহিত চাকুরী করে আসছিলেন।

তিনি ২০১৪ সালের ৭ জুলাই জয়পুরহাট জেলায় যোগদান করে ৬ বছর যাবৎ কর্মরত ছিলেন।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান এর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest