ঝালকাঠিতে সেমাই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

ঝালকাঠিতে  সেমাই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির ২টি সেমাই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে মক্কা ও মদীনা সেমাই কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সেমাই কারখানা দু’টিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শ্রমিকদের মাক্স ব্যবহার না করা, প্যাকেটজাতকরন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্ট লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘনের ( ধারা ৩৭ ও ৪৩) অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। এসময় মক্কা সেমাই কারখানায় ৫০ হাজার ও মদীনা সেমাই কারখানায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, এ রকম অপরাধ পুনরায় সংঘটিত হলে কারখানা সিলগালা করে দেয়া হবে এবং কারখানার মালিক পক্ষকে সতর্ক করে দিয়ে আরও বলেন, উৎপাদন খরচের সাথে সমন্বয় রেখে এম‌আরপি মূল্য নির্ধারণ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest