ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিনহা আক্তার ওই এলাকার নুর আলমের মেয়ে।
স্থানীয়রা জানান, সিনহা আক্তার দুপুরে বাড়ির অদূরে পুকুরে বাবার সাথে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সিনহার বাবা পুকুরের ধার থেকে তাকে বাড়িতে যেতে বলে। বাড়িতে সিনহাকে না পেয়ে পরিবারে লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশুটির লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST