লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নব-দম্পতির মৃত্যু

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০

লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নব-দম্পতির মৃত্যু

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে স্ত্রীসহ মামার বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক নব-দম্পতির।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবের গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিকালে ওই নব-দম্পতির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ওই নব দম্পতি হলেন, রংপুর শহরের বাহারকাছনা এলাকার মকবুল হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি (১৯)।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, আনোয়ারুল ইসলাম তার নব বিবাহিত স্ত্রীকে নিয়ে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবের এলাকায় মামা আব্দুল কাদেরের বাড়িতে বেড়া আসে। মঙ্গলবার সকালে মামার বাড়ির পাশে সতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় স্বামী ও স্ত্রী। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিকালে ওই নদী থেকে নব-দম্পতির লাশ উদ্ধার করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest