প্রধানমন্ত্রী মেজর সিনহা রাশেদের মাকে সমবেদনা জানিয়ে ফোন দিয়েছেন |

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০

প্রধানমন্ত্রী মেজর সিনহা রাশেদের  মাকে সমবেদনা জানিয়ে ফোন দিয়েছেন |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |

পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রাশেদের মাকে ফোন করেন। প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর রাশেদের মাকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন বলে নিহত রাশেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। নাসিমা আক্তার বলেন, সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। ছেলের এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘আমিও একই পথের পথিক। আপনারে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি…।’ সিনহার মা নাসিমা আক্তার বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, জানি ছেলেকে ফিরে পাব না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে।’ গত ৩১ জুলাই রাত ৯টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ খান। এই ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সিনহার সঙ্গে থাকা সিফাত নামে এক যুবকের ভাষ্য দিয়ে বলা হয়েছে, ‘কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই মেজর (অব.) সিনহার বুকে একে একে তিনটি গুলি করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী।’ তারপর মৃত্যুর হয় মেজর সিনহা মো. রাশেদ খানের।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest