ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ সড়ক ভবন দিনাজপুর এর সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান। শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর সড়ক ভবন প্রাঙ্গনে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-বিরামপুর-দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক বিভাগ দিনাজপুর বাস্তবায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক ৩ তলা ভবন সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান।এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান,রংপুর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান,দিনাজপুর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম,সড়ক বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা,উপ-বিভাগীয় প্রকৌশলী (১) মোহাম্মদ কামরুল হাসান সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (২)মোঃ শফিকুল ইসলাম মোল্লা ও উপ-সহকারী প্রকৌশলী সমির কুমার রায় প্রমুখ।ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম। প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগন সড়ক ভবন প্রাঙ্গনে ৪টি লিচু গাছের চারা রোপন করেন।এছাড়াও প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান মাটি কেটে ৩তলা ভবন সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন।উক্ত কর্মসূচীতে দিনাজপুর সড়ক ভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST