ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
ভোলা প্রতিনিধি।।আপেল মাহমুদ(শাওন) পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই ¯েøাগানকে প্রতিপাদ্য নিয়ে জাতীয় সেচ্ছাসেবি সংগঠন বিডি ক্লিন ভোলা শাখার পক্ষ থেকে ৪র্থ বারের মত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিডি ক্লিন ভোলা জেলা শাখার সেচ্ছাসেবিরা শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে শহরের সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে শপথের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। বিডি ক্লিনের জেলা সমন্বয়কারী হারুন হাওলাদার শিমুল এর নেতৃতে সেচ্ছাসেবিরা ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালিবাড়ি মোর, জেলা পরিষদ , প্রেস ক্লাব সহ আসেপাশের এলাকায় পরিচচ্ছন্নতা অভিযান চালায়। বিডি ক্লিন ভোলার সেচ্ছাসেবি মাসুদা আফরিন, মুনছুর আলম সুজন, আসমাউল হুসনা হ্যাপী, আকবর হোসেন, আদিত্য শর্মা, নাহিদ, মো:জনি ,এম মইনুল এহসান, মো: সেলিম হোসেন, বাপ্পি , মাহফুজ ,শাকিল ,তামিম,বনশ্রী মজুমদার, মো: সোয়াইব, জান্নাত আরো অনেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করে। সেচ্ছাসেবিদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন শিশু সেচ্ছাসেবি ইশরাত জাহান আদিবা ,আতিকা ইসলাম তাসনিম। অভিযান শেষে জনসাধারনের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা চালানো হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST