ঝালকাঠিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

ঝালকাঠিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয়করণ থেকে বাদপড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন নেজারত ডেপুটি কালেক্টরেট আহমেদ হাসান।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন তৎকালীন পরিসংখ্যান ভুলের কারণে ৪১৫৯ টি বিদ্যালয় জাতীয়করণ হয়নি। স্মারকলিপিতে তারা ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা সচিবের চিঠি বাতিল ও সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিপ্লব সিকদার, সাধারণ সম্পাদক মোসাঃ মাকসুদা বেগমসহ ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest