হাতীবান্ধায় শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

হাতীবান্ধায় শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ সেপ্টেম্বর) রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জমিল হোসেন এবং হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিশু ও যুব নেটওয়ার্ক সদস্যবৃন্দ।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, শিশু বিবাহের বিপক্ষে হাতীবান্ধা উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি মেনে চলছে।
তিনি আরও বলেন, বিভিন্ন ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারকে তথ্যদানকারীর সর্বোচ্চ গোপনীয়তা উপজেলা প্রশাসন রক্ষা করবে। পাশাপাশি তথ্যদাতার উপর কোন ঝুঁকি দেখা দিলে আইনী সহায়তা দেবে উপজেলা প্রশাসন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest