দেশে শিগগিরই করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্ট শুরু হবে

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

দেশে শিগগিরই করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্ট শুরু হবে

অনলাইন ডেস্ক:স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশে শিগগিরই করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্ট শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, অ্যান্টিজেন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে ২ লাখ কিট দুয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কিট পাওয়ার পর শুরু হবে পরীক্ষা।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। তিনি বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিএমএসডির মাধ্যমে আরও দুই লাখ কিট সংগ্রহ করছি। এগুলো হয়তো আজকালের মধ্যে পৌঁছাবে। এছাড়া ইউএনএফপিএ থেকে আমাদেরকে ১০ লাখ কিট দেওয়ার কথা রয়েছে। আশা করছি দুয়েকদিনের মধ্যেই পরীক্ষাও শুরু করা যাবে।

তিনি আরও বলেন, যেসব জেলায় আরটিপিসিআর ল্যাব নেই, সেসব জেলায় আগে অ্যান্টিজেন টেস্ট শুরু করা হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য আসা রোগীদেরও অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest