ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি।। ভোলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ ইয়ারাসহ মোসাঃ ফরিদা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। আটককৃত ফরিদা ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের হ্যালিপ্যাড এলাকার মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলামের নির্দেশে এসআই মোঃ নাফিউল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ফরিদাকে ১০ (দশ) পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। আটককৃত ফরিদার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ফরিদা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। মাদক সেবনকারীরা তার হ্যালিপ্যাডস্থ বাসা থেকে মাদক ক্রয় করতো। যার ফলে এলাকাবাসীর মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছিলো। ফরিদা বেগমকে আটক করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছে। ফরিদা বেগমের স্বামী ভেদুরিয়া ইউপির সচিব বলে জানা গেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST