রৌমারীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয়কে আটক করেছে বিজিবি

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

রৌমারীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয়কে আটক করেছে বিজিবি

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।।
রৌমারী সীমান্তে সেলিম মিয়া (২০), জাহাঙ্গীর আলম (১৯) ও মাহা আলম শেখ (২০) নামের ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই ৩ যুবককে আটক করে। তারা গত ১৬ অক্টোবর সাহেবের আলগা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫২ দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

আটককৃত যুবকরা এলোপাতারী ভাবে ঘুরা ফেরায় সন্দেহ হলে গোয়েন্দা শাখার (বিআইপি) ও বিজিবি’র সদস্য যৌথ অভিযানে তাদেরকে আটক করেন।

আটক ৩ যুবক ভারতের হাট শিংঙ্গিমারী জেলার দক্ষিণ সারমারা থানার কানাইমারা গ্রামের নুর ইসলামের ছেলে সেলিম, আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ও সানোয়ার হোসেনের ছেলে মাহা আলম।

এ বিষয়ে বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলেন, তারা সকলেই গরু ব্যবসায়ী। ব্যবসার সুত্র ধরেই অবৈধ ভাবে বাংলদেশে অনুপ্রবেশ করেছে। জিজ্ঞাসাবাদের পর ৩ জনকেই রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম জানান, বিজিবি’র হাত আটক হওয়া ভারতীয় তিন নাগরিক এর বিরুদ্ধে বিজিবি বাদি হয় সীমান্ত লংঘন আইনে মামলা করেছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest