রূপগঞ্জে পূজা মন্ডপে বিশৃঙ্খলা করায় কিশোর আটক

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

রূপগঞ্জে পূজা মন্ডপে বিশৃঙ্খলা করায় কিশোর আটক

শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ১ নং ওয়ার্ড এ (গন্ধর্বপুর) দেবুই বড়বাড়ি পূজা মন্ডপের পাশে বিশৃঙ্খলার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। ২৫ অক্টোবর (রোববার) রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়। আটক কিশোরের নাম রমজান (১৪)। সে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার বাসিন্দা মোহনের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান , গাড়ি ভাড়া নিয়ে এক কিশোর দেবই বড়বাড়ি পূজা মন্ডপের ২ শ গজ দূরে বিশৃঙ্খলা করেছে। এটা পূজা কেন্দ্রিক কোনো বিষয় নয়। কোনো মামলা হয়নি। কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে তাকে কোটে চালান করে দেওয়া হবে। বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মাহিন ফরাজী, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। পরে ঘটনার বিবরণ শুনে সকলকে আশ্বস্ত করেন তারা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest