ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের মাঠে গ্রাম-বাংলার মানুষের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজগঞ্জের হানুয়ার মাঝের পাড়া কৃষক জনতা আয়োজনে সকাল দশটা থেকে সন্ধা রাত পর্যন্ত চলে। অনুষ্ঠিত এ হাডুডু টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। প্রতিটি টিম লটারীর মাধ্যমে মাঠে নামে। এ খেলায় প্রথম হয়েছেন হানুয়ার ৬নং ওয়ার্ড (মেম্বার দল) টিম। দ্বিতীয় হয়েছেন কোমলপুর ৫নং ওয়ার্ড (মেম্বর দল) টিম। প্রথম পুস্কার হিসাবে বিজয়ী দল একটি ছাগল ও পরাজিত দলকে একটি নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, মেম্বার আব্দুর রশিদ, হারুন-অর-রশিদ, মিজানুর রহমান, সেলিম মোড়ল,ব্যাবসায়ী শফিকুল ইসলাম শফি,আবুল বাশার, শাহাদুজ্জামান নেদা, আবু কালাম আফিল। এ খেলাটির পরিচালনার দায়িত্বে থাকবেন, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা ও মাস্টার আরশাদ আলী। ধারাভাষ্যে ছিলেন ব্যাবসায়ী শফিকুল ইসলাম শফি ও মাছুম বিল্লাহ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST