ঝালকাঠিতে জাপা’র উদ্যোগে গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

ঝালকাঠিতে জাপা’র উদ্যোগে গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে জাপা’র উদ্যোগে গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (সোমবার) বাদ মাগরিব ঝালকাঠি পোষ্ট অফিস রোডস্থ  সংগঠনের জেলা কার্যালয়ে জেলা শাখার আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা শাখার সভাপতি আলহাজ্ব বজলুর রহমান। এসময় বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস হাওলাদার, কৃষক পার্টির সভাপতি একেএম বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির জেলা সভাপতি কবির হোসেন আকন, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক এস‌এম রেজাউল করিম, শ্রমিক পার্টির জেলা সম্পাদক আবুল বাশার আদু প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পার্টি সাবেক চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু পরবর্তীতে গনতন্ত্রের দোহাই দিয়ে যারাই ক্ষমতায় এসেছে তারাই গনতন্ত্রের কন্ঠরোধ করেছে। তারা আরো বলেন, বর্তমান সরকার গনতন্ত্র হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest