বরিশালে সরকারি ছাগল উন্নয়ন খামার ও খামারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ।

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

বরিশালে সরকারি ছাগল উন্নয়ন খামার ও খামারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ।

বরিশাল ব্যুরোঃ আজ ২১ নভেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প এর আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশাল এর আয়োজনে সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার কাশিপুর বরিশালে সরকারি ছাগল উন্নয়ন খামার এর কার্যক্রম উদ্বোধন, ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারী ও পাঁঠা পালনকারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ডাক্তার আবদুল জব্বার শিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বরিশাল মোঃ খায়রুল আলম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সহ সভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় ও জেলা প্রশাসন কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিরা ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ ছাগল খামারী ২০ জন কে ও পাঁঠা পালনকারী ৭ জনকে উপকরণ ও পুরস্কার বিতরণ করেন।এর আগে অতিথিরা ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে কাশিপুরে সরকারী ছাগল উন্নয়ন খামার সংস্কার ও মেরামত কাজের উদ্ধোধন এবং আমানতগঞ্জের হাঁস-মুরগী খামার পরিদর্শন করেন।


মুজিব বর্ষ

Pin It on Pinterest