কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
শীত জেঁকে বসেছে উত্তরের জেলা কুড়িগ্রামে। নভেম্বরের শুরুতে এ জেলায় আগাম শীত দেখা দিলেও,ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই জেলায় তাপমাত্রা উঠানামা করছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীতের দাপট। এই দাপট আজও রয়েছে।

কয়েক দিন কুয়াশার দেখা না মিললেও আজকে দেখা মিলেছে ঘন কুয়াশার। এই কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। ভোর থেকে চলছে কুয়াশার আমেজ। জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিস জানিয়েছে, লঘু চাপের প্রভাবে হালকা ও শুষ্ক আবহাওয়ায় রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ার সঙ্গে মধ্যরাত থেকে কুয়াশারও দেখা মিলবে। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসের শেষদিকে আবহাওয়ায় ঠান্ডা ভাব বিরাজ করে। উত্তরের হাওয়া না বইলেও ঝিরঝির বৃষ্টি শীতের অনুভূতি বাড়িয়ে দেয়। হেমন্তে সন্ধ্যা-রাত-ভোরে কুয়াশা থাকা বা হালকা বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। ঝিরঝির বৃষ্টির প্রবণতা কমে এলেও আগামী তিন দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস রয়েছে। এদিকে শীতের দাপট বাড়ায় বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ এবং খেটে খাওয়া মানুষ। শীতের প্রকোপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা । জেলা সদরের পাঁছগাছি ইউনিয়নের পানের দোকানদার মোঃ নজরুল মিয়া জানান,”সকালের দিকে কুয়াশা খুব থাকায় দোকানে বেচা-কেনা তেমন নেই ।” চাকুরীজীবি নাছিমা আক্তার জানান,”সকাল সকাল অফিস যেতে হয়,আজ কুয়াশার কারনে কোন যানবাহন পাচ্ছি না ।”

অন্যদিকে শীতের প্রোকোপ বাড়াড় সাথেও বেড়েছে শীতের কাপড়ের দোকানগুলোতে । জেলা সদরের দোকান গুলো ঘুরে দেখা যায় শীতের পোশাক কিনতে ভিড় করছেস সব বয়সীর মানুষরা । লেপ ব্যবসায়ী মোঃ শহিদুল বলেন,”আগের সপ্তাহ থেকে বেচা-কেনা একটু ভালো হচ্ছে প্রতিটি লেপ ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করছি ।”


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest