পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত উঠা-নামা করছে তাপমাত্রা

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত উঠা-নামা করছে তাপমাত্রা

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:

ঘনকুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত ঘনকুয়াশার সাথে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মত শীত। তীব্র শীতের কারণে শ্রমজীবি মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। তারা পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছে।

শীতের হাত থেকে বাঁচার জন্য স্থানীয় নিম্ন আয়ের লোকজনকে রাস্তার পাশে খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে ঘনকুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা-নামা করছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে বুধবার (৯ ডিসেম্বর) সকাল
৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest