ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেজিয়া (৭০) নামে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তি নগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের মেয়েসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, নিহত রেজিয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, নাজমার মেয়ে ফারিয়া আক্তার এবং নাজমার ছেলে আলামিন।
নিহত রেজিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান জানান, মেয়ে নাজমার সাথে সিদ্ধিরগঞ্জের মুক্তি নগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন নিহত রেজিয়া। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৪ জনকে আটক করেছি। নিহত রেজিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST