নলছিটি প্রতিনিধিঃ আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নলছিটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তৃতীয় ধাপে হতে যাচ্ছে নলছিটি পৌর নির্বাচন যার ভোট গ্রহন হবে আগামী ৩০ জানুয়ারী। নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো.রিপন আহমেদ মঙ্গলবার গনসংযোগ করেন। এসময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নানসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার জনতা তার সাথে ছিলেন। তিনি ভোটারদের বলেন আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে যথাসাধ্য চেস্টা করবো। তাই আপনারদের দোয়া ও সমর্থন আশা করছি। বিভিন্ন ভাবে খোজ নিয়ে জানা গেছে এবারে জনসমর্থনে বেশ ভালো অবস্থানে আছেন যুবলীগ নেতা রিপন আহমেদ। তার এলাকায় মানুষের পাশে থাকার সুনাম রয়েছে বিশেষ করে করেনাকালীন সময়ে অনেকের মাঝেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে তার অবদান রয়েছে। রিপন আহমেদ সাংবাদিকদের বলেন আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভাইয়ের দোয়া ও ভোটারদের সমর্থন নিয়ে মাঠে নেমেছি বাকিটা আল্লাহর ইচ্ছা,আমি জনগনকে সাথে নিয়ে জয়ের জন্য সাধ্যমতো চেস্টা চালিয়ে যাবো। একই দিনে তিনি তার নির্বাচনী অফিসের শুভ উদ্ধোধন করেন সেখানে স্থানীয় জনগন,যুবলীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।