ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন (ভার্চ্যুয়াল) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আ. কাইউম সরকার। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন (ভার্চ্যুয়াল) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব মো. আব্দুন নাসের, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমিত সাহা। বক্তব্য রাখেন জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST