ঢাকা ২৭ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি ও বিরামপুর সীমান্তে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটো প্রধান অতিথি হিসেবে সীমান্তের বিভিন্ন স্থানে ২ হাজার নারী, পুরুষ ও শিশুদের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন। এসময় হিলি ও বিরামপুর সীমান্তের ৮টি বিওপি ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটো জানান, বিজিবি সব সময় সীমান্ত অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করছে। করোনাকালিন সময়েরও বিজিবি দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে। এখন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Bongshai IT