ঢাকা ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে ‘মানবাধিকার প্রতিবেদন তৈরীতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ই ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। কর্মশালার শুরুতে উদ্বোধনী আয়োজনে বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান খান, মুরাদ আহম্মেদ, বিএমএসএফের বরিশাল বিভাগীয় সমন্বয়ক গোপাল সরকার। ২০ জন সাংবাদিকের উপস্থিতিতে কর্মশালায় বেশ কয়েকটি অধিবেশনে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন ও আলোচনা করেন মীরপুরের ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST