ঢাকা ২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
কষ্ট
মোঃইলিয়াছ সানি।।
কষ্ট আমার সারাদেহ।
দুঃখেই থাকি ডুবে,
মনের আকাশ আঁধারে ঢাঁকা
কষ্ট যায় না দূরে!
বাল্য বেলা গেল যেনো
হাসিতে খুশিতে,
প্রেমে পড়া ভুল যে ছিলো,
যৌবনের শুরুতে।
স্বপ্ন দেখিতাম দুই নয়ন
স্বপ্নের মাঝেই মানুষ বাঁচে,
সে স্বপ্ন আশা সবই বিফলে
ভুল মানুষের প্রেমে।
গগন ভরা তাঁরা দেখি
জ্যোৎস্না ভরা রাতে,
ভালোবাসা কম ছিল না
আমার স্বপ্নের এই ভুবনে।
গরীবের একা জীবনটারে,
স্বার্থ ছাড়া কেউ না ভালোবাসে।
প্রেম ভালোবাসা আজ বড়ই চালাক
টাকার উপর ভাসে!
মরণ ব্যথা বুকের মাঝে
তবুও তো যাচ্ছি সয়ে,
প্রতি অঙ্গেই দুঃখ যাদের
তাদের আবার কষ্ট কিসের।
স্বজন হারাইছি বহু আগে
সেই ব্যাথাটা পরে মনে,
স্বজন হারার কষ্টের চেও কঠিন।
বুজলাম অবশেষে।
বিষের চেয়েও যন্ত্রণাবোধ।
বুজলাম এখন তারে।
কষ্ট যতই আমার থাকুক,
তবুও থাকিস রে তুই সুখে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST