পাটগ্রামে মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ সদস্য আটক l

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

পাটগ্রামে মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ সদস্য আটক l

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (১৫ মার্চ) দুপুরে আন্তঃজেলা চোরাচালান চক্রের ওই ৫ সদস্যকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রবিবার (১৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোটরসাইকেল চুরির ঘটনায় ওই উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। চোরাচালান চক্রের গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন, উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরির হাট গ্রামের নুরুজ্জামানের ছেলে মেহেদী হাসান মোহন (২০), বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সেলিম আলম ওরফে মামুন (২২), পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড বানিয়াপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে রনি (২২), পাটগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ড রহমানপুর আনন্দবাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), পাটগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ড সোহাগপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহফুজার রহমান ওরফে লিটু হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমানের বাবা মোটরসাইকেল মসজিদের পাশে রেখে নামাজ পড়তে যায়। নামাজ পড়া শেষে তিনি দেখতে পায় তার মোটরসাইকেল চুরি হয়েছে। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করলে, পুলিশ সুপার আবিদা সুলতানা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকারের নির্দেশনায় পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। পরে চুরি যাওয়া ওই মোটরসাইকেলের সূত্রধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে চোরাই মোটরসাইকেলসহ জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ও রংপুর শহর হতে চুরি হওয়া তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের পাঠানো হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest