অপরাধের তথ্য দেয়ার আহবান পুলিশ সুপারের

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. মইনুল হাসান।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বঙ্গবাজার বিট পুলিশিং কার্যালয় আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের সভায় তিনি এ আহবান জানান। পুলিশ সুপার মইনুল হাসান বলেন, প্রয়োজনে আপনাদের নাম-পরিচয় গোপন রেখে আমাদের তথ্য দিন। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার ওসি মো: আলী আহম্মেদ
ও ওসি (তদন্ত) মোস্তফা কামাল প্রমূখ।
উল্লেখ্য, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ যোগদান পর থেকে মাদক বিরোধী অভিযান করে একাধিক মাদক সেবন ও ব্যবসায়ীদের গ্রেফতার করেন। তার ওই অভিযানে কিছুটা হলেও মাদক নিয়ন্ত্রণে এসেছে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest