মধুপুরে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

মধুপুরে  মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে ভ্রাম্যমান আদালতের  মাধ্যমে জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ :

টাঙ্গাইলের মধুপুরে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার আপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬ জনকে মোট ৭৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ (শুক্রবার) বিকেলে ৩ টার দিকে মধুপুর সাপ্তাহিক হাট এলাকায় মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এম. এ. করিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬জনকে অর্থদন্ড হিসাবে ৭৪০০শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মধুপুর থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জন সচেতনতাও করা হয়। সহকারি কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, “করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে।”


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest