ঢাকা ২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: শিশু আদনান নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীর বিচার দাবিতে রাজশাহী মহানগরীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর নওদাপাড়ায় ওই শিশুর পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জানানো হয়, গত ১১ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে আব্দুল্লাহ আল মামুন মুর্ত্তুজা নগরীর শাহমখদুম থানার ডাঙ্গিপাড়া এলাকার নজরুলের বাড়িতে গিয়ে কলিংবেল চাপলে নজরুলের ছেলে আদনান বের হলে তাকে পূর্ব শত্রæতার জের ধরে জোরে কানের উপর আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। মানববন্ধন থেকে শিশু অদনানের স্বজন ও স্থানীয়রা মামুনের কঠোর শাস্তির দাবি করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST