দুমকিতে যুগান্তর প্রতিনিধির বায়োফ্লকে বিষ দিয়ে মাছ নিধন!

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

দুমকিতে যুগান্তর প্রতিনিধির বায়োফ্লকে বিষ দিয়ে মাছ নিধন!

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে একটি বায়োফ্লকে বিষ দিয়ে মা ছ নিধনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে যুগান্তরের স্থানীয় প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের নিজ বাড়ীতে বায়োফ্লকে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বায়োফ্লোক’র মালিক মোঃ সাইফুল ইসলামের দাবি, প্রায় ৬ মাস আগে মাটির উপরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের প্রজেক্ট শুরু করেন । দুটি ট্যাংকে প্রায় ১০ হাজার তেলাপিয়া মাছ চাষ করেন। এরমধ্যে একটি ট্যাংকের মাছ বিক্রির উপযোগী হয়েছে । মঙ্গলবার রাতের আঁধারে বিক্রির উপযোগী ঐ একটি ট্যাংকে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে কিছু সময়ের মধ্যে মাছ মরে পানিতে ভেসে উঠে । তিনি আরো বলেন, শত্রুতাবশতঃ আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল এসব করেছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest