রাজশাহীতে পুলিশ উইমেন নেটওয়ার্ক’র বিভাগীয় সমন্বয় সভা

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

রাজশাহীতে পুলিশ উইমেন নেটওয়ার্ক’র বিভাগীয় সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পূর্ণবিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কল্যাণমূলক নারীবান্ধব কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজশাহী পুলিশ লাইনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম। আরো উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি শামীমা বেগম, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ফরিদা ইয়াসমিন, বিপিএম,এসএস (পাসপোর্ট), এসবি, ঢাকা, রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, পুলিশ পুলিশ হেডকোয়াটার্স ঢাকার পুলিশ সুপার খন্দকার শামীমা ইয়াসমিন ও আরএমপির ডিসি পিওএম সাইফুল ইসলাম। কর্মশালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের বিভিন্ন স্তরের ১০০ জন নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest