করোনাকালীন সময় পর্যটন বন্ধ থাকায় কুয়াকাটা পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা ও উত্তোরণ শীর্ষক আলোচনা সভা।

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

করোনাকালীন সময় পর্যটন বন্ধ থাকায় কুয়াকাটা পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা ও উত্তোরণ  শীর্ষক আলোচনা সভা।

আবুল হোসেন রাজু, উপকূলীয় – প্রতিনিধি ঃ করোনাকালীন সময় পর্যটন বন্ধ থাকায় কুয়াকাটা পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা ও উত্তোরণ শীর্ষক আলোচনা সভা আজ শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সভায় প্রধান অতিথি ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর শহিদ দেওয়ান,আবুল হোসেন, টোয়াক সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু ।
সভায় বক্তারা করোনার লকডাউনের কারনে গত ২ মাস বন্ধ রয়েছে পর্যটন। সকল শিল্প কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্য বিধি মেনে পর্যটন চালু রাখার দাবী জানান।
চরম সমস্যা দিন কাটাচ্ছেন পর্যটনের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও কুয়াকাটা পর্যটন নির্ভর বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, করোনার মধ্যে সবকিছু স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে পর্যটন কেনো পারবেনা। স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে হোটেল মোটেল রিসোর্ট গুলোর কর্মীরা।

কুয়াকাটা পৌর মেয়র জানান আমার পৌরসভা পর্যটন এলাকার মধ্যে, তাই পর্যটন বন্ধ থাকায় আমার স্টাফদের বেতন ভাতা দিতে পারছিনা।
কারণ আমি কোনো প্রতিষ্ঠানের ট্যাক্স পাইনা। তাই দ্রুত পর্যটন কেন্দ্র স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়ার দাবী জানান।
সভা পরিচালনা করেন টোয়াক মেম্বার , বাংলা ভিশন সংবাদদাতা জহিরুল ইসলাম মিরন ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest