ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লীতে বড়দিনের প্রস্তুতি

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লীতে বড়দিনের প্রস্তুতি

হাসান আরফিন,নলছিটি ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লী নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামে থাকা খ্রিস্টান পরিবারগুলোতে বইছে উৎসবের আমেজ। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সাজসজ্জা। রাজবাড়িয়া গ্রামের ২২টি পরিবার নিয়ে গড়ে উঠেছে এ খ্রিষ্টান পল্লী। জানা গেছ, দুইশত বছর বা তার আগে পূর্তুগীজ শাসন আমলে এ অঞ্চলে খ্রিষ্টানরা বসতি স্থাপন করে। বংশ পরস্পরায় যুগে যুগে বসতি স্থাপন করে থেকে গেছেন অনেকে। সরেজমিনে দেখা গেছে, বর্তমান এ পল্লীর জনসংখ্যা প্রায় ৩৫০ জন। বড়দিন অতিথিদের আপ্যায়ন করতে কোন রকমের ত্রুটি না রাখতে ঘরে ঘরে তৈরি হচ্ছে রকমারি পিঠাপুলি। পল্লীর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও গোসালয়। অপেক্ষার দিনক্ষণ শেষ হতে পল্লীর বাসিন্দাদের মধ্যে বাড়তি উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পল্লীর একমাত্র গির্জাকে সাজানো হয়েছে দৃষ্টিনদন ঝলমলে আলোকসজ্জায়। গির্জার অভ্যন্তরে দৃষ্টিনন্দন ভাবে ডিসপ্লে করা হয়েছে যিশুখ্রিস্টের প্রতিছবি। প্রার্থনা করতে আসা পুণ্যার্থীদের সেবায় গঠন করা হয়েছে বিশেষ ভলানটিয়ার টিম। সব মিলিয়ে আগাম উৎসব চলছে খ্রিস্টান অধ্যুষিত রাজবাড়িয়া গ্রামের এ পল্লীতে। এদিকে বড়দিন উপলক্ষে মোল্লারহাট বন্দরসহ আশপাশের তৈরি পোশাক দোকানগুলোতে ব্যবসায়ীদের বেচাবিক্রির ব্যস্ততা বেড়েছে। এ পল্লীর বড়দিন উৎসব পালনের অন্যতম আয়োজক পলাশ রবিন জানান, নবরাজ খ্রিস্টকে গ্রহন করত বড়দিনর ৯ দিন আগ থেকে পল্লীতে নভেনা খিস্ট্র যোগ বা পাপস্বীকার পর্ব চলছে। খিস্টান পল্লীর সভাপতি মুক্তিযোদ্ধা লারালেজ গোমেজ জানান, ২৫শে ডিসেম্বর বুধবার প্রথম প্রহর থেকেই প্রার্থনা ও আলোকসজ্জার মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হবে। সকালে ঘরে ঘরে এবং শিশু বৃদ্ধা সকলের জন্য থাকছে উৎসবের নাস্তা, কেক কাটা এবং অতিথি আপ্যায়ন। বড়দিন উপলক্ষে বিকালে গির্জায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উৎসব নিরবিছিন্ন করতে প্রশাসনের সহযোগীতা চাওয়া হয়েছে পল্লীর পক্ষ থেকে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, গির্জা ও এর আশপাশে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest