ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১
মোঃকাওছার হোসেন।।
গৌরনদী প্রতিনিধি।।
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদের পরাজিত মেম্বার প্রার্থী ও তার সমর্থকের বিরুদ্ধে জামাল হাওলাদার (২০) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও অন্ডকোষ চেপে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় দিনমজুর জামাল হাওলাদারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের।
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত দিনমজুর জামাল হাওলাদার জানান, গত ২১ জুন মাহিলাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভীমেরপার ও পশ্চিম বেজহার গ্রামের সাধারণ সদস্য পদের নির্বাচনে পরাজিত হয় পশ্চিম বেজহার গ্রামের মেম্বার প্রার্থী কামাল সরদার। বুধবার রাত সাড়ে নয়টার দিকে তার সমর্থক সরোয়ার সরদারকে নিয়ে ভীমেরপাড় গ্রামের একটি দোকানের সামনে যায় কামাল। এসময় মেম্বার প্রার্থী কামাল সরদারের ফুটবল মার্কায় ভোট না দেয়ার অজুহাতে তাকে (জামাল) ডেকে নিয়ে অন্ডকোষ চেঁপে ও পিটিয়ে নির্যাতন করে পরাজিত মেম্বার প্রার্থী কামাল সরদার ও তার সমর্থক সরোয়ার সরদার। একই ঘটনায় ভীমেরপাড় গ্রামের জয় দাস, তাপস মন্ডল ও ছত্তার সরদার নামের তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার প্রার্থী কামাল সরদার ও ভাতিজা বখাটে রাকিব সরদারের বিরুদ্ধে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খবরপেয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে আহত দিনমজুরের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST