শ্যামকুড় ইউনিয়নে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

শ্যামকুড় ইউনিয়নে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ওই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জায়কার অর্থায়নে মনিরামপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মৌসুমি আক্তার। এছাড়া এসময় ফেসিলেটর ডিভলপমেন্ট কর্মকর্তা মোঃ আসলাম হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অজিত ঘোষ, ইউনিয়ন আওয়ালীগের সভাপতি শাহিনুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য কালাম হোসেন, সাস্থ্য কেন্দ্রের আমিনুর রহমান, ইউপি সদস্য ফারুখ হোসেন, আব্দুর রশিদ, আব্দুল হালিম, বাবর আলী, ইউনুস আলী, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম বুলু, মুজিবর রহমান, জিনিয়া সুলতানা, রওশনারা বেগম, রোমেনা খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামীলীগনেতা আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রলীগনেতা হুসাইনুর রহমান, রুবেল হোসেন সহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্বাস্থকর্মী এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা বাল্য বিবাহের ক্ষতিকর নানাদিক, ইভটিজিং প্রতিরোধে করনীয়, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও জঙ্গী দমনের নানা কৌশল এবং প্রতিরোধে বিশেষ করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমামসহ সকলের ভুমিকা নিয়ে আলোচনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest