ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১
সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃস্ত্রীকে হৃদরোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় রওনা দেওয়া দম্পতিকে ফেরত পাঠিয়েছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ। কঠোর লকডাউনের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার লেবুখালী ফেরিঘাটে এ ঘটনা ঘটেছে।জানা যায়, উপজেলার লেবুখালী ফেরিঘাট দিয়ে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পিক-আপভ্যানে যাত্রী পরিবহনের খবর পেয়ে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ আবদুল সাদীদ। এ সময় দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে লেবুখালী ফেরিতে উঠতে চায়।জানতে চাইলে অ্যাম্বুলেন্সে হৃদরোগী আছে বলে জানান চালক।
ভ্রাম্যমাণ আদালতের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জানা যায়, ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন তারা। লকডাউনে ঢাকা যাওয়ার বিকল্প কোনো পথ না পেয়ে নিজের স্ত্রীকে রোগী সাজিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন।তবে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে আবার শ্বশুরবাড়ি ফিরে যেতে হয়েছে তাদের।
ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে নানা কৌশলে দুমকিসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যাত্রী পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স চেক করে তার ভেতর এক প্রবাসী তার সুস্থ স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে আমাদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা যেতে চেয়েছিলেন। আমরা তাদের যেখান থেকে এসেছেন সেখানেই পাঠিয়ে দিয়েছি।
তিনি জানান, করোনা সংক্রমণ রোধে ও লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST