ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
নিজেস্ব প্রতিবেদক ঃবরিশাল নগরীর রসুলপুর এলাকায় ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় নগরীর রসুলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নগরীর রসুলপুরের ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার, দুলাল গাজীর ছেলে সাদ্দাম গাজী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রসুলপুর কোতয়ালী মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই সমিরন মন্ডলের নেতৃত্বে এসআই সুমন, হুমায়ন, বিধান ও মাহবুব অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রকৃয়াধীন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST