ঢাকা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
বরিশাল মহানগর প্রতিনিধিঃ
“দখল দূষণ রোধ করি, কীর্তনখোলা রক্ষা করি” এই স্লোগান নিয়ে আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এর আয়োজনে, জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, কীর্তনখোলা নদী সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এস.এম. ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল, নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরিশাল, প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, উপ-পরিচালক বন্দর ও পরিবহন বিভাগ নদী বন্দর বরিশাল মোঃ আজমল হুদা মিঠু, বিভাগীয় সমন্বয়কারী বেলা বরিশাল, লিংকন বায়েন, রান এর নির্বাহী পরিচালক, রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থা ও বিডি ক্লিন-বরিশাল এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। অতিথিরা কীর্তনখোলা নদীর দূষণের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST